মিনহাজপুর মাদানীয়া ইসলামীয়া মাদ্র্রাসা পরিদর্শন করলেন মুফতি মুহিববুল হক গাছবাড়ি

প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৩

মিনহাজপুর মাদানীয়া ইসলামীয়া মাদ্র্রাসা পরিদর্শন করলেন মুফতি মুহিববুল হক গাছবাড়ি

সিলেটের নিউজ টুয়েন্টিফারঃ
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মিনহাজপুর মাদানীয়া ইসলামীয়া মাদ্রাসা পরিদর্শন করলেন আজাদ দ্বীনি এদারায়ে তালিম,বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক,জামেয়া কাসিমূল উলুম দরগাহে হযরত শাহজালাল (র:)মাদ্রাসার মুহতামিম শায়েখুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি। গত ২১ মার্চ মঙ্গলবার বিকেলে পরিদর্শন শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গাছবাড়ি হুজুর পুরো মাদ্রাসা পরিদর্শন করে মান সম্পন্ন যুগউপযোগী একটি আধুনিক মাদ্রাসার ভূয়সী প্রশংসা করেন। মাদ্রাসা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ আবুল ফজল এডভোকেট মোতাওয়াল্লী, এডভোকেট মোহাম্মদ আলী, হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী, এডভোকেট শিবলী, আব্দুর রহিম, সাংবাদিক এম ইজাজুল হক, মাওলানা জালাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য মিনাজপুর মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসার ২য় তলা পর্যন্ত নির্মাণ কাজ সমাপ্তির পর্যায়ে। ১৪৪৪ হিজরি থেকে মাদ্রাসার ক্লাস শুরু হবে। ছাত্র ভর্তির প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে। রমজান মাসে বয়স্কদের এবং ছোটদের কোরান শিক্ষার জন্য কারীয়ানা সনদ প্রাপ্ত একজন হাফিজ রাখা হয়েছে। তিনি রমজান মাসে সকল ওয়াক্তিয়া নামাজ এবং তারাবির নামাজ ও পড়াবেন।রমজানের পর মাদ্রাসার নিয়মিত ক্লাস আরম্ভ হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares