মিরাবাজার মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২২

মিরাবাজার মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

সিলেট মিরাবাজার মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ভবিষ্যত বাংলাদেশের নাগরিকদের পড়াশুনার পাশাপাশি সুস্থ সবল হয়ে উঠতে হবে। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখতে কার্যকর ভুমিকা রাখে। খেলাধুলায় সফল হলে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষরুপে গড়ে তুলতে হলে দৃঢ় মনেবলের অধিকারী হয়ে ঊঠতে হবে। নৈতিক শিক্ষা দিতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী সিলেট মিরাবাজার হাইস্কুলে সুনাম রয়েছে। ভবিষ্যতের আলোকিত মানুষ তৈরীতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা আশা ব্যক্ত করেন।
গতকাল (২৮মার্চ) মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী মিরাবাজার মডেল হাইস্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোছাম্মৎ পিয়ারা বেগম এর সভাপতিত্ব এবং মো. সেলিম আহমদ এর সঞ্চালনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.নজরুল হাকিম, সাংবাদিক-কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এ.বিএম. জিল্লুর রহমান উজ্জল ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares