ম্যান ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিলে ড. রেজা কিবরিয়িাঃঃ সামাজিক সংগঠন করলে জীবন ও জগত সম্পর্কে জানা যায়

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

ম্যান ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিলে ড. রেজা কিবরিয়িাঃঃ সামাজিক সংগঠন করলে  জীবন ও জগত সম্পর্কে জানা যায়

একটি সামাজিক সংগঠন ম্যান ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ আয়োজিত ২৯ এপ্রিল শুক্রবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দিস্থ একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ম্যান ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সামাজিক সংগঠক নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল এর পরিচালনায় ও সাবেক ব্যাংকার ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিপতিত্বে দোয়া ও ইফতার এর পৃর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জের কৃতি সন্তান দেশ বরণ্যে অর্থনীতিবীদ গণপরিষদের আহবায়ক ড.রেজা কিবরিয়া। তিনি ম্যান ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন সামাজিক সংগঠন করলে জীবন ও জগত সম্পর্কে জানা যায়। সংগঠন একদিকে জীবনের পরিধি বাড়ায় অন্যদিকে মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। তিনি আরো বলেন মানুষের ইতিবাচকতাকে বাড়িয়ে আশাবাদী করে। মানুষকে প্রচন্ড আত্ববিশ্বাসী করে কাজের প্রেরণা ও সাহস যোগায়। জীবনের প্রতি মুহূর্তকে উপভোগ করার পরিস্থিতি ও তৈরী করে দেয় সংগঠন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস এম হাবিব উল্লাহ সেলিম, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোজাক্কির হোসাইন, এডভোকেট মফিজুর রহমান, আবু ইউসুফ, আবুল হোসেন, শাহ মোস্তাকিন, আজাদ আলী সুমন, সালেহ আহমদ, আব্দুর রহিম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিউল আলম চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares