সিলেটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

সিলেটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সভা অনুষ্ঠিত

সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক ডাঃ মোঃ শামীমুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী। সিনিয়ির সাংবাদিক খালেদ আহমদ আহমদ এর স্বাগত ব্ক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এর উপদেষ্ঠা ডক্টর এনামুল হক চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এর উপদেষ্ঠা খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর যুগ্ম মহাসচিব প্রফেসর ডক্টর গোলাম হাফেজ কেনেডি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর মহাসচিব রফিকুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট অনুষ্ঠান আয়োজন কমিটির ্আহবায়ক এ.টি.এম ফয়েজ উদ্দীন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এ সময় বক্তব্য রাখেন ডাঃ শিব্বির আহমদ শিবলী, ডাঃ নাজমুল ইসলাম, ড. সাজেদুল করিম, ড. আতোয়ার রহমান, প্রকৌশলী ড.ইকবাল, মোজাম্মেল হোসেন, এডভোকেট আতিকুর রহমান সাজু, এডভোকেট বদরুল আলম, এডভোকেট আশিক উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, এই সরকার ক্ষমতায় এসে জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষা করতে পারেনি। ক্রমশ দ্রব্যমূল্য দাম বাড়ছে খাদ্য সামগ্রীর দাম লামামহীন। অথচ এদিক তাদের লক্ষ্য নেই। তারা শুধুমাত্র তাদের আখের গোছাতে ব্যস্ত। বক্তারা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ দাবি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares