সিলেট জেলা আইনজীবি সমিতি নির্বাচন : সভাপতি পদে লড়বেন অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

সিলেট জেলা আইনজীবি সমিতি নির্বাচন : সভাপতি পদে লড়বেন অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল

এম ইজাজুল হক ইজাজঃ
সিলেট জেলা আইনজীবি সমিতি নির্বাচন ২০২২ সালের জানুয়ারী। নির্বাচনকে কেন্দ্র করে সাজ সাজ রব বইছে আদালতপাড়ায়। নিজেদের পছন্দমতো প্রার্থী বেছে নিতে তাকিয়ে আছেন আইনজীবিরা। প্রার্থীরাও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে অংশ নিচ্ছেন ১৯৯০ সালের সিলেট আইন মহাবিদ্যলয়ের ছাত্র সংসদের ১ম নির্বাচিত ভিপি, ল পাশ করে সনদ পেয়ে ১৯৯৫ সালে জেলা বারে যোগদান করেন। ১৯৯৭ সালে জেলা বারে সহ-সম্পাদক পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। ২০০০সালে সমাজ বিষয়ক সম্পাদক পদেও বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। ২০০৮ ও ২০০৯ সালে পর পর ২বার তিনি সাধারণ সম্পাদক পদে নির্বচিত হয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির দায়িত্বকালে উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন। এছাড়াও তিনি ধোপাদিঘীর পৃর্বাপাড় অনাবিল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ৩য় মেয়াদে সেক্টর কমান্ডারস ফোরামের সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জজ কোর্টের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। তিন দশকেরও বেশি সময় ধরে আইন সেবা দিয়ে যাওয়া অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাঁর ভক্ত-অনুরাগীরা। দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য সরওয়ার আহমদ আবদাল এরই মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন সবার কাছ থেকে। সময়োপযোগী, জনবান্ধব আইনজীবী সমিতি গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন। নিজ অভিজ্ঞতার আলোকে তিনি চাইছেন নিজের সবটুকু নিংড়ে দিয়ে সাধারণ আইনজীবিদের পাশে থাকতে।
একাধিক আইনজীবির সাথে কথা বলে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সম্পর্কে পাওয়া যায় ইতিবাচক তথ্য। তাঁরা জানান, অত্যান্ত বন্ধুবৎসল, আন্তরিক ও পরোপকারী হিসেবে বেশ খ্যাতি রয়েছে সরওয়ার আহমদ আবদালের। আইনজীবিদের যেকোনো প্রয়োজনে তিনি বরাবরই এগিয়ে এসেছেন। তিনি বিজয়ী হলে নিঃসন্দেহে সিলেট জেলা আইনজীবি সমিতি অভূতপূর্ব উন্নয়ন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares