সিলেট জেলা আইনজীবি সমিতি নির্বাচন : সাধারণ সম্পাদক পদে লড়বেন এডভোকেট মাহফুজুর রহমান

প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

সিলেট জেলা আইনজীবি সমিতি নির্বাচন : সাধারণ সম্পাদক পদে লড়বেন এডভোকেট মাহফুজুর রহমান

সিলেট জেলা আইনজীবি সমিতি নির্বাচন ২০২২ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সাজ সাজ রব বইছে আদালতপাড়ায়। নিজেদের পছন্দমতো প্রার্থী বেছে নিতে তাকিয়ে আছেন আইনজীবিরা। প্রার্থীরাও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নিচ্ছেন সিলেট জেলা আওয়ামীলীগের ১ম সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা আইনীজীবি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। ২০২১ সালে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করে দুজই সমান ভোট পান। যুগ্ম ভাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির দায়িত্বকালে উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মাহফুজুর রহমান । দুই দশকেরও বেশি সময় ধরে আইন সেবা দিয়ে যাওয়া এডভোকেট মাহফুজুর রহমান এর বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাঁর ভক্ত-অনুরাগীরা। দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য মাহফুজুর রহমান এরই মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন সবার কাছ থেকে। সময়োপযোগী,জনবান্ধব আইনজীবী সমিতি গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন। নিজ অভিজ্ঞতার আলোকে তিনি চাইছেন নিজের সবটুকু নিংড়ে দিয়ে সাধারণ আইনজীবিদের পাশে থাকতে।
একাধিক আইনজীবির সাথে কথা বলে এডভোকেট মাহফুজুর রহমান সম্পর্কে পাওয়া যায় ইতিবাচক তথ্য। তাঁরা জানান, অত্যান্ত বন্ধুবৎসল, আন্তরিক ও পরোপকারী হিসেবে বেশ খ্যাতি রয়েছে মাহফুুজর রহমানের। আইনজীবিদের যেকোনো প্রয়োজনে তিনি বরাবরই এগিয়ে এসেছেন। তিনি বিজয়ী হলে নিঃসন্দেহে সিলেট জেলা আইনজীবি সমিতি অভূতপূর্ব উন্নয়ন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares