সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন সবাইকে পবিত্র ঈদুল ফিত্রের শুভেচ্ছা জানিয়েছেন

প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, মে ৮, ২০২১

সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন সবাইকে  পবিত্র ঈদুল ফিত্রের শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন দেশে বিদেশ বসবারত দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্য আল্লাহর পক্ষ হতে এক অপার নেয়ামত ঈদ। পবিত্র ঈদুল ফিত্তর এটা আল্লাহর পক্ষ হতে বিশেষ করে রোজাদারদের জন্য উপহার স্বরুপ। সকলকে আমার ঈদের শুভেচ্ছা। এমন দিনকে ঈদ বলা হয় যে দিন মানুষ একত্র হয় ও দিনটি বারবার ফিরে আসে। এ শব্দ দ্বারা এ দিবসের নাম রাখার তাৎপর্য হলো আল্লাহ রাববুল আলামিন এ দিবসে তাঁর বান্দাদেরকে নিয়ামাত ও অনুগ্রহ দ্বারা বার বার ধন্য করেন ও বার বার তাঁর ইহসানের দৃষ্টি দান করেন। যেমন রমাদ্বানে পানাহার নিষিদ্ধ করার পর আবার পানাহারের আদেশ প্রদান করেন। এ দিনটি আল্লাহ রাববুল আলামিন মুসলিম উম্মাহর প্রতি নিয়ামাত হিসেবে ঈদ দান করেছেন।
তিনিআরোও বলেন পূর্ণ একমাস সিয়াম সাধনার পর ঈদ উৎসব মুসলিম জাতির প্রতি সত্যিই মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে এক বিরাট নিয়ামত ও পুরস্কার। মুসলিম উম্মার প্রত্যেক সদস্যের আবেগ, অনুভূতি, ভালবাসা, মমতা ঈদের এ পবিত্র ও অনাবিল আনন্দ উৎসবে একাকার হয়ে যায়। আমরা আমাদের সাধ্যানুযায়ী আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে এদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি । আমরা কি কখনো ভাবি সে-সব ভাই-বোনদের কথা দারিদ্রের কষাঘাতে যাদের জীবন জর্জরিত। নতুন পোষাক কেনা দূরে থাক, পুরানো কোন ভাল পোষাকই তাদের নেই। বরং প্রতিদিনের অন্নের প্রয়োজনীয় যোগানও তাদের নেই। আমরা যারা স্বচছল তারা কি সামান্যতম হাসিও এদের মুখে ফোটাতে পারি না। করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের করুণ। আল্লাহর উপর ভরসা রাখুন নিজে সচেতন হোন অন্যজনকে ঘরে থাকার পরামর্শ দিন। সবাইকে ঈদুল ফিত্রের শুভেচ্ছা – ঈদ মোবারক। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares