সিলেট মহিলা বিয়য়ক অধিদপ্তরের মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মিজ ফরিদা পারভীন//শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের নিমিত্তে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

সিলেট মহিলা বিয়য়ক অধিদপ্তরের মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মিজ ফরিদা পারভীন//শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের নিমিত্তে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিজ ফরিদা পারভীন বলেছেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের নিমিত্তে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়তে কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদন সম্ভব। দেশে সুশাসন প্রতিষ্ঠা করে প্রান্তিক জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌছে দিয়ে তাদের জীবনমান উন্নত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ২৮ আগস্ট রোবাবার সিলেট মহিলা অধিদপ্তর আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে এবং সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহনে সিলেট মহিলা অধিদপ্তরের
উপপরিচালক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সিলেট মহিলা অধিদপ্তরের উপরিচালক শাহিনা আক্তারের সভাতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উপপরিচালক রোজিনা আরজু লাভলীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সিসিক কাউন্সিলর শাহানারা বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সৈয়দ হুমায়ুন কবির, সুমনা ইসলাম, জয়নাল আবেদিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares