সিলেট সরকারী মহিলা কলেজ অ্যালমনাই এসোসিয়েশন যুক্তরাজ্য উইমেন্স কলেজ নেটওয়ার্ক’র উদ্যোগে অসহায় ছাত্রীদের মধ্যে নগদ অর্থ প্রদান

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ২১, ২০২০

সিলেট সরকারী মহিলা কলেজ অ্যালমনাই এসোসিয়েশন যুক্তরাজ্য উইমেন্স কলেজ নেটওয়ার্ক’র উদ্যোগে অসহায় ছাত্রীদের মধ্যে নগদ অর্থ প্রদান

সিলেটের নিউজঃ

সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন মহামারী করোনা ভাইরাস জনিত কারণে সারা বিশ্বব্যাপী দিশেহারা এ অবস্থায় আমাদের দেশের মানুষও গৃহবন্দী। সে সময় মানব সেবামূলক আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সিলেট সরকারী মহিলা কলেজের অ্যালমনাই এসোসিয়েশন সংগঠন। ক্লান্তিলগ্নে দেশের মানুষকে ভুলেননী তারা। দেশের এই কঠিন সময়ে সরকারের পাশাপাশি প্রবাসীরা অসহায়দের সাহায্য সহযোগিতা করে মহানুভবতার পরিচয় দিচ্ছেন। যা প্রশংসার দাবিদার। আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায়দের সাহায্য করা উচিত।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী পরিবারের নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা ভাইরাস প্রতিরোধে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সকল অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছেন। জনগণকে ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব নিশ্চত করতে প্রশাসনকে সেনাবাহিনী সাহায্য করে যাচ্ছে। মহামারী থেকে রক্ষা পেতে আমাদেরকে সরকারের নির্দেশ অবশ্যই মেনে চলতে হবে। তবেই আল্লাহ আমাদের রক্ষা করবেন।
২১ মে বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালমনাই এসোসিয়েশন আয়োজিত যুক্তরাজ্য সিলেট উইমেন্স কলেজ নেটওয়ার্ক এর উদ্যেগে ছাত্রীদের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার সভাপতি এবং সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. বশির আহমদ, সাজেদা পারভীন, রেহেনা পারভীন রেনু, সারমিন আক্তার জুই প্রমুখ।
উল্লেখ্য যাদের সযযোগিতায় আর্থিক অনুদান প্রদান করেন তারা হলেন যুক্তরাাজ্য অ্যালমনাই এসোসিয়শনের সভাপতি মির্জা ফাতেমা খান, সাধারণ সম্পাদক আখতারুন চৌধুরী গুলশান,কোষাধ্যক্ষ তাহেরা আনোয়ার চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক ফাহিমা রহিম, সহ-সভাপতি শাহিনা বেগম, রাশিয়া খাতুন, আম্বিয়া খানম,নূরন চৌধুরী কলি, নাজমা হোসেন,ফাইমা হোসেন লিজা, শেফা মালিক, লিনা খানম, নাজনীন চৌধুরী, নূরন আহমদ, শাহিনুর বেগম, জেবা বেগম, জলি বেগম, মমতাজ খানম, লিনা খানম, সানজিদা খানম,লাকি বেগম, রুমি চৌধুরী, মলি,হেনা ভূইঁয়া । প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares