সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে যত জল্পনা-কল্পনা

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে যত জল্পনা-কল্পনা

সিলেটের নিউজ২৪ঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিগত ১১ই মার্চ সিলেট-৩ আসনের পরপর তিন বারের আওয়ামীলীগের দলীয় এমপিমাহমুদ উস- সামাদ চৌধুরীর মৃত্যুর পর শূন্য হওয়া উক্ত আসনের উপনির্বাচন নিয়ে নানা সমীকরণ চলছে। এ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিত। তবে আওয়ামীলীগের প্রার্থী তালিকা দীর্ঘ। মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রার্থীরাও বসে নেই। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর নামও জোরেসোরে শুনা যাচ্ছে।
এ কারণে আসন্ন সিলেট-৩ আসনের উপ নির্বাচন নিয়ে জটিল সমীকরণ চলছে। এরই মধ্যে এ আসনে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। বিভিন্ন কৌশলে চালানো হচ্ছে প্রচারণা। আর এসব বিষয় পর্যবেক্ষণ করছেন ভোটাররাও। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এ আসনটি সিলেট নগরীর কাছাকাছি এলাকায় হওয়ায় গুরুত্ব অনেক বেশি। নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও প্রার্থীরা নিরব প্রচারনা চালিয়ে যাচ্ছেন। মহাজোটের শরীক দল জাতীয় পার্টি এ আসনটিকে তাদের দূর্গ হিসেবে মনে করে দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক প্রার্থী হতে চাচ্ছেন। এছাড়াও জাতীয় পার্টির সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীর নামও শোনা যাচ্ছে। সরজমিনে এলাকার সাধারন জনগনের সাথে আলাপকালে জানা যায় যে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নতুন মুখ যুক্তরাজ্য প্রবাসী লন্ডন-বাংলা প্রেস ক্লাবের জীবন সদস্য ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার উক্ত বাসিন্দা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। বিশিষ্ট সমাজসেবী, দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই তিনি এলাকার জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে অনেকেই মনে করেন। এছাড়াও ক্ষমতাসীন দলের ডজন খানেক নেতা-কর্মী গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়-ঝাপ শুরু করে দিয়েছেন। তবে, সিলেট-৩ আসনের আওয়ামীলীগের একাংশ চাইছে প্রয়াত এমপি মাহমুদুস সামাদ চৌধুরীর পরিবার থেকে কাউকে প্রার্থী করতে। কারণ পরিবারের কেউ প্রার্থী হলে মাহমুদুস সামাদ চৌধুরীর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। এজন্য প্রথমেই তাদের পছন্দের তালিকায় রয়েছেন প্রয়াত এমপির স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী। তাঁকে প্রার্থী করা হলে আওয়ামীলীগের অনেকেই তাঁকে এ আসন ছাড় দিতেও প্রস্তুত বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়াও এ আসনে পরিবার থেকে প্রার্থী হতে চাচ্ছেন প্রয়াত এমপির ছোট ভাই আহমদ-উস-সামাদ চৌধুরী। তবে আওয়ামীলীগ থেকে এ আসনে দিন দিন প্রার্থী তালিকা দীর্ঘ

এ সংক্রান্ত আরও সংবাদ

shares