স্মার্ট ওয়ার্ড গড়তে সহায়তা চান তরুণ কাউন্সিলর প্রার্থী সাহেদ সিরাজ

প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

স্মার্ট ওয়ার্ড গড়তে সহায়তা চান তরুণ কাউন্সিলর প্রার্থী সাহেদ সিরাজ

আসন্ন সিলেট সিটি নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। প্রতিদিন উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে রাতদিন গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন কাউন্সিলর প্রার্থীরা।

এর মধ্যে ৫নং ওয়ার্ডে তরুণ সমাজসেবী কাউন্সিলর প্রার্থী সাহেদ সিরাজ এলাকায় নিয়মিত ভোটারদের কাছে ছুটছেন। দিচ্ছেন নানান ধরনের আশ্বাস ও প্রতিশ্রুতি। এর মধ্যে তিনি উঠান বৈঠক ও সভা করেছেন। ভোটারদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সাধারণ ভোটাররা বলছে, সাহেদ সিরাজ এর মতো তরুণ প্রার্থী হলে সাধারণ মানুষ স্বাগত জানাবে। তারা ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এমন ব্যক্তিকে চায় যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম থাকবে না।

কাউন্সিলর প্রার্থী সাহেদ সিরাজ বলেন, আমি আগেও ৫নং ওয়ার্ডের মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম। ভবিষ্যতেও পাশে থেকে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে যদি ৫ নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ প্রদান করেন তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares