হবিগঞ্জ সমিতি সিলেট’র খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

হবিগঞ্জ সমিতি  সিলেট’র খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের নিউজঃ

হবিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গৃৃহবন্দি কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৬ মে শনিবার সকালে নগরীর সুবহানীঘাটে প্রায় ২’শ পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম সি কলেজের অধ্যাপক মো.শওকত আলী রিপন, সহ-সভাপতি মো.আবু তাহের চৌধুরী, গাজী আব্দুল মাবুদ মমসাদ, গোলাম কিবরিয়া, একে আজাদ শিপার, এডভোকেট মোস্তাকিন কাউসার প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল. ডাল, আলু, তেল, লবণ, পিয়াজ, সাবান।
খাদ্য সামগ্রী বিতরণকলে সমিতির নেতৃবৃন্দরা বলেন আসুন আমরা সবাই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। আর দেশেও দেশের বাহিরে যারা করোনা ভাইরাসে আক্রান্ত আছেন তাদের আশু রোগমুক্তি কামনা করি এবং পাশাপাশি যারা আক্রান্ত আছেন তাদেরকে মহান রাব্বুল আল আমিন তাদের সুস্থতা দান করুন। বক্তারা সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানদের ও বেসরকারি সকল দাতাসংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান । প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares