৭ই মার্চ সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নজির আজাদ এর সাথে একান্ত সাক্ষাৎ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

৭ই মার্চ সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নজির আজাদ এর সাথে একান্ত সাক্ষাৎ

সিলেটের নিউজ২৪ঃ
৭ই মার্চ একান্ত সাক্ষাতে সিলেটের নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক এম ইজাজুল হক ইজাজ এর সাথে আলাপকালে নজির আহমদ আজাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক এই ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২০১৭ সালে বৈশ্বিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় আন্তর্জাতিক পরিমন্ডলে এ ভাষনের তাৎপর্য ও গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ দিবস এটা কম গৌরবের কথা নয়। এই কালজয়ী ভাষনের ¯্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি দেশ এক সঙ্গে পালন করছে। এমনটি অন্য কোনো বিশ^নেতার ক্ষেত্রে এযাবত ঘটেনি। এ ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অনন্য অসাধারন ব্যক্তিত্ব হিসেবে চিরজ্ঞীব হয়ে থাকবেন। বাংলাদেশ ও বাঙালি জাতি এই গৌরবের অংশীদার। সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান নজির আহমদ আজাদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে কেন্দ্রীয় ও জেলা নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন। ইতিমধ্যে তিনি এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করে যাচ্ছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, যদি এলাকার জনসাধারণ তাদের মূল্যবান আমানত ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন তাহলে এলাকার অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন। এ লক্ষ্যে তিনি এলাকার যুবক, নারী-পুরুষ সকলের দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করছেন। আজাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ^াসী হয়ে তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান নজির আহমদ আজাদ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট সিলেট মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সহ সভাপতি, ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি তিনি পশ্চিম সদর হাই স্কুল ও কলেজের ও আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সহ সভাপতি, হাব সিলেটের ভাইস চেয়ারম্যান, আটাব সিলেট জোনের যুগ্ম সম্পাদক, রোটারী ক্লাব অব মেট্রোপলিন সিলেটের সাবেক সভাপতি, আটাবের কেন্দ্রীয় সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইট সিলেট ইউনিট, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, সিলেট ডায়াবেটিক সমিতির ও সিলেট ক্লাব লিমিডেটের আজীবন সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন ও সিলেট চেম্বা অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য।
নজির আহমদ আজাদের পিতা মরহুম হাজী মোহাম্মদ এখলাছ মিয়াও সমাজের উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তিনি ৭নং মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন। চাচা মরহুম হাজী আজমান আলী সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরেক চাচা মরহুম বীর মুক্তিযোদ্ধা খুর্শিদ আলী ৭নং মোগলগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের প্রতিষ্ঠা কালীন সহ সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।
সর্বশেষ চাচা বীর মুক্তিযোদ্ধা সাইফুল হোসেন ফটিক সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। মনোনয়ন প্রত্যাশি নজির আহমদ আজাদ জানান, করোনা মহামারিসহ বিভিন্ন দূর্যোগকালীণ সময়ে ১৯৯৬ হতে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিভাবে সকল কর্মকান্ডের পাশাপাশি জন কল্যাণমূলক সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রয়াত স্পিকার আলহাজ্ব হুমায়ুন রশিদ চৌধুরীকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা সর্বজন বিদিত। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

shares