শাহজালাল উপশহর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৪

শাহজালাল উপশহর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন বাংলাদেশ আজ ক্রীড়াঙ্গনে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগি হতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে।
তিনি শিক্ষার্থীদের অবসর সময়ে খেলাধুলার চর্চা করতে অভিভাবকদের যতœবান হওয়ার আহবান জানান।
শনিবার দুপুরে শাহজালাল উপশহর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুস সালাম ও সহকারী শিক্ষিকা নাহিদ ইসরাত রুমকি এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম।
বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, উপশহর ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাসেম, অভিভাবক সদস্য মোঃ মোতাহার আহমদ জাহির, মোঃ কামাল উদ্দিন, মোঃ আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ আব্দুল্লাহ আল জাফর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, প্রাত ভ্রমন ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আবুল লেইছ, দাতা সদস্য দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, হেদায়েত হোসেন খান, মোতাহির আলী, আজিজুল কামাল, এ কে এম শামসুনুর,আব্দুল ওয়াদুদ, শেফা আক্তার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, শিক্ষক প্রতিনিধি সদস্য মোস্তফ খাতুন মিনু, কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares