নারী দিবসে নারীদের নিয়ে ভাবনা //লেখকঃ বেগম রোকেয়া পদক ও সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা নারী নেত্রী খুশি চৌধুরী

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৪

নারী দিবসে নারীদের নিয়ে ভাবনা //লেখকঃ  বেগম রোকেয়া পদক ও সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা নারী নেত্রী খুশি চৌধুরী

আজ আন্তর্জাাতিক নারী দিবস। প্রত্যেক দেশেই এই দিবসটি পালন করা হয়। আমেরিকায় এক গার্মেন্টস ফ্যাক্টরিতে নারীদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে গর্জে ওঠে গোটা বিশ্ব। সুতরাং নারীকে নারীর সমান মর্যাদা দিতে শিখতে হবে বুজতে হবে। ওরা মায়ের জাতি যেমন ঘরে ফলন দেয়। তেমনি রাষ্ট্রেও নারীদের ভৃমিকা থাকতে হবে জোড়ালো। মাতৃজাতি কখন গর্জে ওঠে, আবার কখনও চোখের জল ফেলে। কিন্তুু তা বুজার ক্ষমতা এ দেশের মানুষের হবে বলে মনে হয়না। শিক্ষাই জাতির মেরুদন্ড কেমন করে বুজাবো আজ সর্বক্ষেত্রে মহিলারা এগিয়ে আছে। ঘরে সন্তাসের জন্ম দেয়া বর্হিজগতে জীবিকার জন্য প্রতিটি ক্ষেত্রে নারীরা কাজ করে যাচ্ছে। কিন্তু একটাই সমস্যা নারী বলে সতর্ক থাকা পথে ঘাটে অশ্লীল কথা শুনতে হয়। ঘরে স্বামীর কটুক্তি শুনতে হচ্ছে। এটাই কি মহিলাদের প্রাপ্য? আমরা মহিলাদের সর্বক্ষেত্রে দেখতে চাই। বাস্তব উদাহরণ একটি মাদ্রাসার মেয়ে তার বাবা ও মামা সংঘে নিয়ে আসেন আমাদের সংগঠনে। সমস্যার কথা জানানোর সাথে সাথে বাবা চোখের জল ফেলেছেন মেয়েটি মাদ্রাসায় পড়ার ইচ্ছা সৎ মা ঘরে মাদ্রাসায় দিলাম। মেয়েটি ধর্ষনের স্বীকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে যদি এসব লোমহর্ষক ঘটনা ঘটে তাহলে আমি পুরো ঘঠনা নাই বললাম। সাবধান হোন সজাগ থাকুন দৃষ্টি দিন সভ্যতার দিকে। আজ ৮ মার্চ আন্তর্জাতিম মাতৃভাষা দিবসে আমার ৮৪ বছর চলমান বয়সে অনুরোধ মহিলাদের সম্মন করতে শিখুন তাদের সাথে ভালভাবে মিশুন কথা বুঝার চেষ্টা করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares