আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এর খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বেগম রোকেয়া ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদকপ্রাপ্ত, সাবেক সংসদ সদস্য সৈয়দ জেবুন্নেছা হক বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে নারীরা সর্বত্র এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এমন উপলব্ধি থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর নানা পদক্ষেপ নিয়েছিলেন। যেখানে বলিষ্ঠভাবে নারী-পুরুষের মর্যাদা সমুন্নত করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশে নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচনা করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়শেন আয়োজিত ৮মার্চ শুক্রবার বিকেলে সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে দুস্থ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা এর সভাপতিত্বে এবং কুমুকুম হাজেরা মারুফা এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা,সরকারি মহিলা কলেজে এর ভাইস প্রিন্সিপাল রোকসানা বেগম, আলহাজ্ব সালমা বাসিত, রায়হানা চৌধুরী পেন্সি, এ্যানী জায়গীরদার, নাসিমা সুলতানা, শুকরানা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে রেহেনা পারভীন রেনু এর পবিত্র কোরআন তেলাওয়াত ও মিত্রা কর এর গীতা পাঠের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিমা দাস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares