গরীব-দুঃখী মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই —-আলহাজ্ব মো.আব্দুস সত্তার

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১

সিলেটৈর নিউজ টুয়েন্টিফোরঃ

আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু আলহাজ¦ মো. আব্দুস সত্তার গরীব-দুঃখী মানুষের কল্যাণে সেবা করে অমরত্ব হয়ে থাকতে চান। তিনি একান্ত সাক্ষাতে আলাপকালে বলেন প্রাণঘাতী করোনা ভাইরাস সাধারণ মানুষের জীবনে যেন নতুন অভিশাপ। গরীব দুঃখী মানুষের দুঃখ দুর্দশার চিত্র দেখে কেঁদে উঠবে সবার মন। অনেক মধ্যবিত্তেরও আর্থিক অবস্থা সংকটাপন্ন। ঠিক সেই দুঃসময়ে করোনার প্রাথমিক আঘাত হানা থেকে শুরু করে এখনো খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন আলহাজ¦ মো.আব্দুস সত্তার। তিনি আরোও বলেন মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই এবং গরীব-দুঃখী মানুষের কল্যাণে আজীবন তাদের পাশে থাকতে চাই। ভবিষ্যতে এলাকার মানুষের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের সকল বিত্তবান মানুষের কাছে আহ্বান জানান তিনি তারা যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ান। একই সঙ্গে আমাদের সরকারের বিধিনিষেধও মেনে চলতে হবে। মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে আছেন। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমি ও আমার সাধ্যমত এই করোনাকালীন সময়ে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে প্রয়াস তা বাস্তবায়নে আমরা অঙ্গিকারবদ্ধ। প্রধানমন্ত্রী বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। দেশের এই মহামারিতে সরকার হত দরিদ্র, মধ্যবিত্ত সবার পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলার তাঁর নিজ ইউনিয়ন আশারকান্দি ইউনিয়নের অসহায় মানুষের জন্য ঈদ উপহার সামগ্রী পৌছে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares