তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আলোচনা সভা মিলনমেলা —- নারীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে তরুছায়া মহিলা সংস্থা ————-শেখ রওশন আরা নীপা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আলোচনা সভা মিলনমেলা  —- নারীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে তরুছায়া মহিলা সংস্থা  ————-শেখ রওশন আরা নীপা

সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য মিডিয়া ব্যক্তিত্ব শেখ রওশন আরা নীপা বলেছেন, নারীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে তরুছায়া মহিলা সংস্থা। তরুছায়া মহিলা সংস্থা হোক প্রতিটি নারীর পথচলার সঙ্গী। নারীর আপন ভাগ্য গড়ে তোলার সহযাত্রী বহুমুখী কর্মসূচি গ্রহনে তরুছায়া সংগঠন দেশের নারী সমাজের আশাকাঙ্খার বাহক হয়ে আতœপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে সেই লক্ষ্যে ২৩ বছর ধরে কাজ করে আসছে। কেবল নামের নয়, সংগঠনটি সত্যিকার অর্থেই প্রশংসার দাবীদার। সুন্দর সমাজ বিনির্মাণের তরুছায়া মহিলা সংস্থা নারীদের নিয়ে স্বপ্ন দেখেছে তাদের চোখে আগামীর বাংলাদেশ। ২৩ আগস্ট বুধবার বিকেলে শাহীঈদগাহস্থ উচাসড়ক মিতা কমিউনিটি সেন্টারে তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত ২৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুছায়া মহিলা সংস্থার উপদেস্টা টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল।
তরুছায়া মহিলা সংস্থার সহ-সভাপতি শেখ রীনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাকী আহমদ ফরিদী, জজ কোটের এডিশনাল পিপি এডভোকেট মোস্তফা শাহিন চৌধুরী, তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মহানগর দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শাবানা ইসলাম, তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুহম্মদ ফয়জুর রহমান শিপু এডভোকেট, তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুবেদুর রহমান মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক জুয়েল আ্হমদ, আল ইসলাহ সামাজিক সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, ফজলুর রহমান চৌধুরী, প্রভাষক করম আলী, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ নাজমা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares