নবীগঞ্জে ফ্রি -বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ৬শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

নবীগঞ্জে ফ্রি -বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প              ৬শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজিওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর যৌথ উদ্যোগে এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় ১৫ ডিসেম্ভর শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় । স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট।
নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপি সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৬শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।
এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সহ-সভপতি ছালেহ আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাধারণ সম্পাদক আব্দুল হাই, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী মো.মনিরুল হক, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুল করিম দল মিয়া, হার্ট ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল ওয়াদুদ সালেহ,ডাঃ এহসানুল মাহবুব জুবায়ের, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এরিয়া ম্যানেজার মফিজুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গাইনী বিশেষজ্ঞ ডাঃ শাহনাজ, আবু ইউসুফ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ. আবদুর রহিম তালুকদার। প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares