নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বনভোজন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তাদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনে সম্পন্ন হয়েছে। ৩ মার্চ শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দের চৌধুরী বাজার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ও ব্রাদারহুড ইকো রিসোর্ট প্রাঙ্গনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র সমিতির উপদেস্টা ছাবির আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন চিকিৎসক ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, চুনারুঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই, সাবেক ব্যাংকার নিরেশ চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আমিন. বিশিষ্ট রাজীতিবিদ মুজিবুর রহমান শেপু, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, পানসি গ্রুফ এর চেয়ারম্যান আবু বকর সিতু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি এডভোকেট আব্দুর রহমান, আব্দুল করিম দলা, সৈয়দ মতিউর রহমান পেয়ারা, জিল্লুর রহমান চৌধরী, আবু ইউসুফ, বয়েত উল্লাহ, এ আর চৌধুরী সেলিম, আজাদ আলী সুমন, ছালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।
ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির উদোগে জাতীয় পতাকা উত্তোলন এবং ১ম পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
দুপুর পর্যন্ত চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমিতির সন্তানরা ৩০টি বিভিন্ন ইভেন্টে অংশ নেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares