যে দেশের বীমা ব্যবস্থা যত বেশি উন্নত, সে দেশ তত উন্নত ——————————-মোঃ জালালুল আজিম

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

যে দেশের বীমা ব্যবস্থা যত বেশি উন্নত, সে দেশ তত উন্নত ——————————-মোঃ জালালুল আজিম

সিলেটের নিউজ টুয়েন্টেোরঃ
প্রগতি লাইফ ইন্সুরেন্স আয়োজিত ব্যবসা উন্নয়ন সভা আজ ২১ ডিসেম্ভর বুধবার বিকেলে
নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। কোম্পানির জেনারেল ম্যানেজারও
সার্ভিস সেন্টার ইনচার্জ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রগতি
লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম, জে আজিম। তিনি বলেন
বীমা সেক্টরে সামনে সুদিন আসতেছ।আমাদের গর্বের বিষয় হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পেশায় কাজ
করছেন।বীমা সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার সরকারি বিভিন্ন উদ্যোগ তিনি তুলে ধরেন।সময়োপযোগী প্রডাক্ট বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য বীমার সুফল তৃণমূলে পৌছে দিতে নিজেদেরকে আরো প্রশিক্ষিত হওয়ার পরামর্শ দেন।
এজিএম আনোয়ার হোসাইন ও আরিফুল ইসলাম এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
কোম্পানীর উপব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন আকবর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম শিকদার, হুমায়ুন কবির, মোঃ মাসুদ. আলী
হোসাইন, কামরুল ইসলাম, মওলদ মিয়া, নুরুন্নবী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares