ফজলুল হক ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

ফজলুল হক ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সভাপতি, আরামবাগ ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই, একজন ছাত্র শিক্ষার মাধ্যমে জীবনকে নতুন রূপে তৈরি করে । বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে ও পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন। বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করতে চান। এজন্য শিক্ষার মান বাড়াতে হতদরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের স্কুল ব্যাগ দিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। তিনি শিক্ষার গুনগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। ৭ ফ্রেব্রুয়ারী বুধবার দুপুরে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফজলুল হক ফাউন্ডেশনের আরামবাগ সিলেট এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। জিয়া উদ্দিন এর পরিচালনায় এ সময় অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares