মেজরটিলার শ্রীশ্রী সারদা মায়ের বাড়ী দেবপুর গভীর নলকূপ স্থাপন

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

মেজরটিলার শ্রীশ্রী সারদা মায়ের বাড়ী দেবপুর গভীর নলকূপ স্থাপন

সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
শহরতলীর মেজর টিলার শ্রীশ্রী সারদা মায়ের বাড়ী দেবপুর গত ২৮ মে শুক্রবার বিকাল ৪ঘটিকায় সরকারি বরাদ্দের একটি গভীর নলকূপ স্থাপনের শুভ সূচনা করেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ। এ সময় তিনি বলেন, ‘আর্তমানবতার সেবার উদ্দেশ্যে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। অতীতের মতো আগামীতেও তাদের পাশে থাকার প্রত্যাশা রয়েছে। এসব কাজ আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ ছাড়া কিছুই নয়। এ শুভ কাজে গঙ্গাজল ঢেলে পৌরহিত্য করেন রামকৃষ্ণ মিশন আশ্রম,সিলেট এর অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। এ সময় পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ,মায়ের বাড়ীর ভূমিদাতা ও উপদেষ্টা শ্রী রতন মনি মোহন্ত, সারদা সংঘের সভাপতি শ্রীমতি খুশী সেন, সহঃ সভাপতি শ্রীমতি আলোক রাণী মোহন্ত, সম্পাদিকা শ্রীমতি বিনতা দেবী, সহঃসম্পাদিকা শ্রীমতি বর্ণালী পুরকায়স্থ ও শ্রীমতি মুক্তা সেন, সহকারী কোষাধ্যক্ষ শ্রীমতি শেফালী ঘোষ, দপ্তর সম্পাদক শ্রীমতি বাসুবী পুরকায়স্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃমালা দে, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সঞ্চিতা দাস,হেপি দেব, প্রতিভা ঘোষ, শিবানী দে ও পাপিয়া চৌধুরী সহ অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তবৃন্দ উপস্হিত ছিলেন প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares