শাহজালাল উপশহর একাডেমীর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২১

শাহজালাল উপশহর একাডেমীর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আলোচনা সভা

সিলেটের নিউজ২৪ঃ
শাহজালাল উপশহর একাডেমীর উদ্যোগে বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস-২০২১ উদযাপিত হয়। আজ ১১ টায় শাহজালাল উপশহর একাডেমীর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন দেশের উন্নয়নের যে রূপরেখা প্রণয়ন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সেই রূপরেখা বাস্তবায়ন করে দেশকে আজ উন্নয়শীল দেশে পরিণত করেছে। জাতির জনকসহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন। দেশ ও জাতির উন্নয়নে জাতিয় ঐক্যের উপর গুরুত্ব দেন। তিনি আরোও বলেন আমরা অনেক ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা রক্ষা করতে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্বাধীনতা বিরোধী চক্রের বিভিন্ন চক্রান্ত কঠোর হস্তে প্রতিহত করতে হবে। প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং কবির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমীর পরিচালনা কমিটির এডভোকেট আব্দুল ওয়াদুদ ও একাডেমীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকার প্রধান শিক্ষক শামীম আহমদ, সহকানী শিক্ষক কবির হোসেন প্রমুখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares