শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী সিলেটের অধ্যাপক ডা. শামসুন নাহার বেগম পেলেন বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা নারীর সম্মাননা

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী সিলেটের  অধ্যাপক ডা. শামসুন নাহার বেগম  পেলেন বিভাগীয়  শ্রেষ্ঠ জয়িতা  নারীর সম্মাননা

সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
শিক্ষা ও চাকুরীক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নারীর সম্মাননা পেলেন সিলেটের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা.শামসুন নাহার বেগম। এর আগে তিনি গত বছরেও সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা ভূষিত হন। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মানান প্রদান অনুষ্ঠানে এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সিলেটের চিকিৎসা অঙ্গনে একটি সুপরিচিত মুখ শামসুন নাহার বেগম। নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রান্তিক এলকা থেকে মানবিক বিভাগে মেট্রিক পাশ করেন। পরবর্তীতে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করে মেডিক্যালে ভর্তি হয়ে এমবিবিএস পাশ করেন। একজন স্বনামধন্য গাইনী বিশেষজ্ঞ ডা. শামসুন্নাহার বেগম। সরকারি সব সামাজিক সুরক্ষা কাজের পাশাপাশি নারীদের মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত। নারীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। সামাজিক বিভিন্ন বাধাবিপত্তি পেরিয়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নারীদের স্বীকৃতিসরূপ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী তাকে এ পুরস্কার দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares