শোক দিবসে জালালাবাদ গ্যাসে মিলাদ ও বিশেষ দোয়াসহ বিভিন্ন কর্মসূচী পালন

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

শোক দিবসে জালালাবাদ গ্যাসে মিলাদ ও বিশেষ দোয়াসহ বিভিন্ন কর্মসূচী পালন

সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে শনিবার (১৫ আগষ্ট) রায়নগরস্থ জালালাবাদ গ্যাস কোয়ার্টার জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্। এতে আরও উপস্থিত ছিলেন প্রকৌ. মোঃ আব্দুল মুমিন, মহাব্যবস্থাপক(অপারেশন), জনাব মোঃ শহীদুল ইসলাম, কোম্পানি সচিব, জনাব মোঃ আনিসুর রহমান ভূঞা, উপ-মহাব্যবস্থাপক(জেসাডি), জনাব মোঃ রফিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন), প্রকৌঃ মোঃ সারোয়ার জাহান মাহমুদ,উপ-মহাব্যবস্থাপক(ভিজিল্যান্স), অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব তৌফিকুল আহসান চৌধুরী, সিবিএ(১৬৯০) সভাপতি, মুরুলি সিংহ, সিনিয়র সহ-সভাপতি জনাব ইব্রাহীম, সহ-সভাপতি জনাব মোঃ শাহ আলম ভূইঁয়া ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মাওলানা মোঃ আকমল হোসাইন।
জাতীয় শোক দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে জালালাবাদ গ্যাস ভবন প্রাঙ্গনে সূর্র্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সেই সাথে এ দিনে শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ ও মহাব্যবস্থাপকগণসহ সিবিএ (১৬৯০) ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ। উল্লেখ্য সরকারি নির্দেশনার আলোকে কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালোব্যাজ ধারন করেন যা মাসব্যাপী অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares